ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),তিতাস প্রতিনিধি,বুধবার, ১০ মে ২০২৩ : কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বৃদ্ধা মিনরা বেগম(৭৫) হত্যা মামলার আসামি সাইফা আক্তার জেলা কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা দিয়েছেন।
Advertisement
গতকাল মঙ্গলবার (৯ মে) চলমান এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে অংশগ্রহণ করেন কিশোরী সাইফা আক্তার নামে হাজতি। সে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের সৌদি প্রবাসী সিপন সরকারের মেয়ে।
Advertisement
গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া জানান, সাইফা আক্তার গত বছর নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গণিত বিষয়ে অকৃতকার্য হয়। এবছর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী সে জেলা কারাগারে বসে এক বিষয়ে (গণিত) পরীক্ষায় অংশ নিয়েছেন।
Advertisement
উল্লেখ, গত বছরের ৭ ডিসেম্বর তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামে মিনরা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। সাইফা আক্তার ওই বৃদ্ধা হত্যা মামলার আসামি।