গাজীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন বিএনপি নেতা ফয়সাল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি,সোমবার, ০৮ মে ২০২৩ : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ১৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কাউন্সিলর হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে নগরীতে চলছে আলোচনা।

Advertisement

রিটার্নিং কর্মকর্তা জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন থাকায় ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন। তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই ওয়ার্ডে ফয়সাল আহমাদ একমাত্র প্রার্থী। ফলে কাউন্সিলর পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

Advertisement

কাউন্সিলর পদে প্রার্থীতা প্রত্যাহারকারী ৩ প্রার্থী হলেন- ভোগড়া এলাকার মৃত হাজী মফিজ উদ্দিনের ছেলে মো. সুবহান, একই এলাকার মো. মতিউর রহমানের ছেলে মো. লিটন হোসেন ও মো. হাবিবুল্লাহ চৌধুরীর ছেলে মো. নাহিদ চৌধুরী। তারা প্রার্থিতা প্রত্যাহার করার ফলে সিটির গুরুত্বপূর্ণ ১৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলেন।

এবারের সিটি নির্বাচনে তিনিই একমাত্র সৌভাগ্যবান প্রার্থী, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। ফয়সাল আহমেদ সরকার গাজীপুর মহানগরীর চান্দনা এলাকার মৃত শামসুদ্দিন সরকারের ছেলে। তিনি গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এবং বর্তমানেও টানা দুই বারের কাউন্সিলর।

এ ব্যাপারে ফয়সাল আহমাদ সরকার বলেন, ১৫নং ওয়ার্ডের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে যারা আমার সঙ্গে প্রার্থী হয়েছিলেন তাদের সঙ্গে নিয়ে পরামর্শ করে ১৫নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে এখন নির্বাচনে মেয়র পদে প্রার্থী আছেন আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ৭৭ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৩৯ জন।