রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে অভিভাবক ফোরামের উদ্যোগে লাগাতার অবস্থান কর্মসুচি শুরু হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের সামনে কাকরাইল সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখা এবং আমারণ অনশন পালনের হুমকি দিয়েছেন তারা।
অভিভাবক ফোরামের নেত্রী আঞ্জুমান আলম জানান, অভিভাবকদের না জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষক টিউশন ফি প্রায় দ্বিগুন করেছে। এর প্রতিবাদে আমরা আন্দোলন করে আসছি। কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে অবস্থান কর্মসূচি পালন করছি।
প্রতিদিন সকাল ৮টা ১০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট এবং দুপুর ১২টা ১০ মিনিট হতে ১টা ১০ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।
মো. সাহেদ নামে এক অভিভাবক বলেন, বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারক লিপি দেব। এর পরেও বর্ধিত বেতন প্রত্যাহার না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করবো।