ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া,শুক্রবার, ০৫ মে ২০২৩ : জুম্মার নামাজের সময় মসজিদের ভেতরে আগে পিছে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্কাতর্কির জের ধরে নামাজ শেষে প্রতিপক্ষের কিল ঘুষিতে সিজিল মিয়া (৪৬) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলমনগর গ্রামে আজ শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
Advertisement
নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিকেলে উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, ‘আলমনগর গ্রামে জুম্মার নামাজের সময় স্থানীয় একটি মসজিদের ভেতরে আগে পেছনে দাঁড়ানোর ঘটনা নিয়ে সিজিল মিয়ার সাথে ওই গ্রামের শাহ আলমের তর্কাতর্কি হয়। পরে নামাজ শেষে মসজিদ থেকে সিজিল মিয়া বের হলে শাহ আলম তাকে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে। এসময় আহত অবস্থায় তাকে পাশ্ববর্তী নবীপুরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে, ওখানকার চিকিৎসকেরা তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেন। পরে মুমুর্ষ অবস্থায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
Advertisement
ওসি জানান, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে এটি গ্রেপ্তার নয়। এ ঘটনায় মৃতের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে লাশ উদ্ধার শেষে লাশের সুরতহালও করা হয়ে গেছে।’