ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),লক্ষ্মীপুর প্রতিনিধি,শুক্রবার, ০৫ মে ২০২৩ : ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে গলা টিপে হত্যার পর শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর মরদেহ গুম করার উদ্দেশ্যে প্রথমে আলমারির ভেতরে ঢুকিয়ে রাখে। এরপর নোয়াখালী যাওয়ার কথা বলে আলমারি পিকআপে তুলে। পথে রামগঞ্জ বাজারের পূর্ব পাশে মহাসড়কে পিকআপ থামিয়ে আলমারি থেকে কালভার্টের নিচে দুই মরদেহ ফেলে দেয়।
Advertisement
লক্ষ্মীপুরের রামগঞ্জের খাল থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি জামাল উদ্দিন র্যাবের কাছে স্ত্রী রওশন আরা বেগম (৩০) ও দেড় বছরের শিশুকন্যা নুসরাতকে হত্যার কথা স্বীকার করেছেন। এই হত্যাকাণ্ডে তিনিসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। জামালকে বৃহস্পতিবার (৪ মে) ঢাকার শ্যামপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এর আগে পিকআপ ড্রাইভার ও হেলপারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
Advertisement
শুক্রবার দুপুর ১২ টায় নোয়াখালী বেগমগঞ্জের র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে নোয়াখালী র্যাব কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য জানান।
Advertisement
র্যাব জানায়, জামাল উদ্দিন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকার শ্যামপুরে বসবাস করতেন। বিভিন্ন সময় জামাল উদ্দিনের সঙ্গে তার স্ত্রী রওশন আরা বেগমের ঝগড়া হতো। ঐদিন পারিবারিক কলহ চরম আকারে পৌঁছালে জামাল উদ্দিন ক্ষোভে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেন এবং একই সময়ে শিশুকন্যা নুসরাতকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করেন।
গ্রেফতার জামাল উদ্দিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বহড়ি গ্রামে। তার বাবার নাম রুহুল আমিন মিজি।