ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ০৫ মে ২০২৩ : টাকা দিলেই মিলবে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ। খরচ ১ থেকে ৩ লাখ টাকা। এমনই ঘটনা ঘটছে রাজধানীতে। সকালে লালবাগে অভিযান চালিয়ে সেই জালিয়াত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জানায়, এর সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু কর্মকর্তাও।
দেশের যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়েই লেখাপড়া শেষ করার খরচটা কম নয়। তবে কোথাও ভর্তি না হয়েই মিলতে পারে একেবারে আসল সনদ। খরচ হবে ১ থেকে ৩ লাখ টাকা।
Advertisement
লালবাগের একটি বাসায় এমনসব সনদ তৈরির কারখানা। গোপন সংবাদের ভিত্তিতে যেখানে শুক্রবার ভোরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয় চক্রের মূল হোতাদের।
একজন আসামি বলেন, শিক্ষার্থীর বিভিন্ন চাহিদাগুলো শুনতাম। তাদের কি লাগবে বা কি। আমি একমাত্র ইয়াসিন ভাইকেই দিতাম। সব কাগজপত্র যা লাগবে। ওনার আবার লিংকটা ভালো এজন্য ওনার মাধ্যমেই সব কাজ করতাম।
আরেকজন বলেন, যেগুলো অনলাইনে থাকবে সেগুলো দেখা যেত ৮, ১০, ১৫ হাজার থেকে শুরু করে ১ লাখ, ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত নিতাম।
Advertisement
জালিয়াত এই চক্র এর আগেও বেশ কবার গ্রেপ্তার হয়েছে। তবে প্রতিবারই জামিনে ছাড়া পেয়ে আবার নেমে পড়ে সনদ তৈরিতে।
লালবাগের ডিবি ডিসি মশিউর রহমান বলেন, লালবাগের এই জায়গাতে উদ্ধার করে দেখা গেলো যে এটা বড় মিনি ফ্যাক্টরি। যেখানে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বোর্ডের হাজার রকমের সার্টিফিকেট ইত্যাদি মুহূর্তের ভেতরেই বানিয়ে ফেলতে পারে।
গোয়েন্দা পুলিশ জানায়, জাল সনদ তৈরির সঙ্গে জড়িত কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসাধু কিছু কর্মকর্তাও। যাদের একজনকে গ্রেপ্তার করা হয় অভিযানে।
লালবাগের ডিবি ডিসি মশিউর রহমান বলেন, এটা একটা লম্বা প্রসেস ছিল। অনেকদিন ধরেই তারা এ কাজগুলো করছে। লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। তারা অনেক বেশি টেকনোলজি সচেতন হওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছিল না।
Advertisement
চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।