মেয়েদের কবরে তালা দিচ্ছেন পাকিস্তানি বাবা-মায়েরা?

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্র্রতিনিধি,শুক্রবার, ০৫ মে ২০২৩ : পাকিস্তানে বাড়ছে বিকৃত মস্তিষ্কের মানুষের সংখ্যা। এমনকি তারা সমাধি থেকে মৃতদেহ তুলে ধর্ষণ করছে। শুনে অবিশ্বাস্য বলে মনে হলেও পাকিস্তানে ঘটছে এমনটাই। আর তাই পরিবারের নারী  সদস্যদের কবরগুলিতে তালা দেওয়া শুরু হয়েছে। পাকিস্তান ভিত্তিক ডেইলি টাইমস ‘আনসেফ ইন গ্রেভস’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে যেখানে চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। প্রকাশনাটি বলেছে-”নারীদের কবরের উপর তালা লাগানোর হৃদয় বিদারক দৃশ্য সমগ্র সমাজকে লজ্জায় মাথা নত করে দেয়। দানবদের লালসা থেকে মৃতদেহের পবিত্রতা নিশ্চিত করার জন্য এই চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানি বাবা-মায়েরা। ”পাকিস্তানে নেক্রোফিলিয়া অর্থাৎ মৃতদেহের সঙ্গে যৌনতার অভিযোগ নতুন নয়। গত কয়েক বছরে কবর থেকে নারীদের দেহ তুলে সেই দেহকে যৌন প্রবৃত্তি নিবৃত্তির কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে নেক্রোফিলিয়া বৃদ্ধির সাথে সাথে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিষয়টি হাইলাইট করেছেন এবং লোহার গেট ও  প্যাডলক দেয়া সুরক্ষিত কবরের ছবি শেয়ার করেছেন।

Advertisement

হ্যারিস সুলতান নামে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ও প্রাক্তন মুসলিম নাস্তিক কর্মী লিখেছেন- ”কট্টর ইসলামপন্থী মতাদর্শ এই ধরনের কাজের জন্য দায়ী।” সুলতান লিখেছেন, “পাকিস্তান এমন একটি শৃঙ্খলাবদ্ধ, যৌন-ক্ষুধার্ত সমাজ তৈরি করেছে, মানুষ এখন নারীদের কবরে তালা লাগাচ্ছে।

Advertisement

যাতে তাদের ধর্ষণ না করা হয়।” এর আগে ২০১১ সালে, করাচি শহর থেকে মুহাম্মদ রিজওয়ান নামে একজন কবর রক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল কারণ সে ৪৮টিরও বেশি নারী মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলো। গত বছরের মে মাসে পাকিস্তানের গুজরাটের চক কমলা গ্রামে একটি কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়, তাঁকেও  ধর্ষণ করা হয়েছিলো। আশ্চর্যজনকভাবে ঘটনাটি ঘটে সেই রাতেই, যে রাতে মেয়েটির পরিবার তাকে দাফন করেছিল। ২০২১ সালে, উপকূলীয় শহর গোলামুল্লাহর কাছে মৌলভী আশরাফ চান্দিও গ্রামে একটি সদ্য কবর দেওয়া কিশোরী মেয়েকে ধর্ষণ করেছিল কিছু অজ্ঞাত ব্যক্তি। মৃতের পরিবার জানায়, যে গ্রামের জমিদারের ছেলে স্থানীয় কিছু গুন্ডাদের নিয়ে এই জঘন্য অপরাধ করে। একইভাবে ২০২০ সালে পাঞ্জাব প্রদেশের ওকারায় একটি কবরস্থানে একজন মহিলার মৃতদেহকে ধর্ষণ করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়েছিল।

Advertisement