আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, কিছু রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমার পেছনে লেগেছেন। তারা আমার জনপ্রিয়তার জন্য পেছনে লেগেছেন।
Advertisement
\
তিনি বলেন, আমার সামাজিক যোগাযোগমাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকাররা আমার কাছে ৫ লাখ টাকা দাবি করেছেন।
Advertisement
মঙ্গলবার (২ মে) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।
Advertisement
হিরো আলম অভিযোগ করেন, আমার ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আলী আজগর নামের এক ব্যক্তি আমার এই আইডিগুলো হ্যাক করেছেন।
Advertisement
তিনি বলেন, ডিবি প্রধানের কাছে আমি বিস্তারিত বলেছি। হ্যাকাররা আমার কাছে ৫ লাখ টাকা দাবি করেছেন। টাকা দিলে আমার ফেসবুক অ্যাকাউন্ট ফেরত দেবে।
আশরাফুল আলম ওরফে হিরো আলম আরও অভিযোগ করেন, আমার জনপ্রিয়তা দেখে কিছু রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমার পেছনে লেগেছেন। কিন্তু হিরো আলমের জনপ্রিয়তা তারা কমাতে পারবেন না।