জট খুলতে শুরু করেছে কক্সবাজারের আলোচিত ১০ হত্যাকাণ্ডের (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ : যতই সময় গড়াচ্ছে নতুন নতুন ক্লু সামনে আসছে কক্সবাজারে ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায়। মূলহোতা বাইট্টা কামাল ও সহযোগী করিম সিকদার আটকের পর রহস্যের জট খুলছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের। জড়িত হিসেবে ওঠে আসছে অনেকের নাম।

Advertisement

বেরিয়ে আসছে প্রধান আসামি বাইট্টা কামাল ও তার গ্রুপের নানা অপকর্মের তথ্য। অভিযোগ, তারা মাছ ধরার আড়ালে ইয়াবা পাচারসহ নানা অপরাধে জড়িত।

দীর্ঘ চেষ্টার পর ঘটনার প্রত্যক্ষদর্শী এক জেলের সঙ্গে কথা বলে চ্যানেল টোয়েন্টিফোর। জানান, গত ৯ এপ্রিল কুতুবদিয়া থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে জাল ফেলে অবস্থান করছিলেন তারা। এ সময় হঠাৎ করিম সিকদার তার ট্রলার নিয়ে এগিয়ে এসে জানায় বাইট্টা কামালের ট্রলারকে ডাকাতদল ধাওয়া করেছে। সেই ট্রলারকে রক্ষায় তাদের যাওয়ার অনুরোধ জানায় করিম। কিন্তু তারা সেখানে না গিয়ে কুলে ফিরে আসেন। পরে জানা যায়, ডাকাত তকমা দেয়া ট্রলারের জেলেদের হত্যা করা হয়েছে।

Advertisement

তথ্য বলছে, বাইট্টা কামাল, করিম সিকদার ছাড়াও এ ঘটনায় জড়িত আমান উল্লাহ ও বাবুল মাঝির ট্রলারের মাঝিমাল্লারা। হত্যার ঘটনা জানাজানি হওয়ার পর নিজের লোকজন দিয়ে নিহতদের জলদস্যু বলে প্রচার করান কামাল।

মাতারবাড়ি ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, ‘ওরা বলছে আমরা ডাকাত মারছি এখন শুনতেছি ওরা ডাকাত নয়, জাল বাইতে গেছে’।

Advertisement

কালারমারছড়া ইউনয়িন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ জানান, স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে আমার দাবি, ওদের এমন শাস্তি হোক যাতে অন্যরা সংশোধন হয়ে যাবে।

Advertisement

স্থানীয়দের তথ্য অনযায়ী, ঘটনার নেপথ্যে আসছে সোনাদিয়ার ইয়াবা কারবারি সুমনের নামও। কেননা এই ঘটনার পেছনে ইয়াবা পরিবহন নিয়ে বিরোধের কথাও আসছে। তবে সবকিছু মাথায় রেখে তদন্তে আসল রহস্য বের করার কথা বলছে পুলিশ।

Advertisement

গত ২৩ এপ্রিল নাজিরারটেকে ভাসমান ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা হয় নৃশংস এ হত্যাকান্ডের ঘটনায়।