ঈদের জামাতে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কিশোরগঞ্জ প্রতিনিধি,শনিবার, ২২ এপ্রিল ২০২৩ : কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় প্রায় ৩৫ জন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে। এতে নজরুল ইসলাম নিহত হন। তিনি জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

Advertisement

জানা গেছে, পূর্ব বিরোধের জেরে সকালে জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

Advertisement

হোসেনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, সংঘর্ষের পর ৩৫ জন আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ও দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Advertisement

তিনি আরও জানান, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।