‘আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্তিম’ : শেরপুরের জেলা জজকে প্রত্যাহার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,রোববার, ১৬ এপ্রিল ২০২৩ : সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য দেওয়ায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

Advertisement

এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিচারক ইমান আলী বলেন, ‘নবী-রাসুলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহী নাযিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা’। তিনি আরও বলেন, ‘আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্তিম। কেউ রিয়েল নয়।’

Advertisement

বিচারক ইমান আলী শেখের এমন বক্তব্যের প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে আজ শেরপুর জেলা ডিসি অফিসের সামনে জেলার সকল মুসলিম জনতার মিছিল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

Advertisement

বিচারক ইমান আলী শেখের বিরুদ্ধে এর আগেও একাধিক বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ে এমন স্পর্শকাতর বক্তব্যের প্রেক্ষিতে শনিবার (১৫ এপ্রিল) আইন ও বিচার বিভাগ, আইন মন্ত্রনালয় কর্তৃক প্রয়োজনীয় তদন্ত এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার লক্ষ্যে চিঠি দেয়া হয়।

Advertisement

এর প্রেক্ষিতেই আজ মাননীয় প্রধান বিচারপতির চিঠিটি অনুমোদন করে বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে প্রত্যাহার করা হয়।