খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একটি জাতি সব বিষয়ে তখনই এগিয়ে যাবে যখন ওই জাতি শিক্ষিত হবে। তাই শিক্ষার উন্নয়নে সরকার যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বুধবার বিয়াম মিলনায়তনে জাতীয় পুষ্টি নীতি-২০১৫ অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
কামরুল বলেন, দেশ যে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ চাল রফতানিই তা প্রমাণ করে।তাই এখন খাদ্য নয় পুষ্টি মানের ওপর গুরুত্ব আরোপ করে টেকসই জনস্বাস্থ্য তৈরি করতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যের মত পুষ্টি মানুষের মৌলিক অধিকার। গত দুই দশক ধরে সরকার পুষ্টিমান বাড়াতে নানা কর্মসূচি গ্রহণ করছে। এ ক্ষেত্রে অনেকটাই সফল হলেও বাকিটুকু পূরণে দরকার সচেতনতা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।