শাহজালালে সাড়ে তিন কোটি টাকার মোবাইল জব্দ

SHARE

1797হজরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ১৬ মাস্টার কার্টনে ১৭০২টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করেছ ঢাকা কাস্টমস হাউজ। বৃহস্পতিবার সকালে বিমান বন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে এসব স্মার্টফোন জব্দ করে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল। জব্দকৃত এসব মোবাইলের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের সহকারি কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, মোবাইলের এই চালানটি ৮ নভেম্বর হংকং (বিমান এইচকে-৯০৬১) থেকে এসেছিল। চালানটি লুকানো ছিল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) সকালে ১৬ মাস্টার কার্টন জব্দ হয় হয়। পরে ভেতর থেকে ১৭০২টি স্মার্ট ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের মধ্যে আইফোন, স্যামস্যাং, সনি ইক্সপেরিয়া, এইচটিসি, আসুস এর স্মার্ট ফোন রয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।