ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ : আজ পহেলা বৈশাখ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্ষবরণের আনন্দে মেতেছে বাঙালি। সর্বজনীন এই উৎসবে শোবিজ অঙ্গনের তারকারাও সামিল হন। চলে বর্ষবরণের অনুষ্ঠান তৈরির পরিকল্পনা। সেইসব অনুষ্ঠানে ছেলেবেলার বৈশাখের স্মৃতি উঠে আসে কথাপ্রসঙ্গে। অভিনেত্রী নুসরাত ফারিয়া ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় বলেছেন তার ছেলেবেলার বৈশাখ নিয়ে।
Advertisement
এবার পয়লা বৈশাখে নুসরাত ফারিয়া ব্যস্ত থাকবেন শুটিং ফ্লোরে। এর কারণ জানিয়ে তিনি বলেন, ‘একটা গান ঈদে মুক্তি পাবে। তার প্রচারে আপাতত ব্যস্ত থাকতে হচ্ছে আমাকে।’
Advertisement
‘‘ছোটবেলায় নববর্ষের প্রথম দিনটির সকালে বাড়িতে রেডিও চলত, তাতে শোনা যেত কবিগুরুর সেই গান ‘এসো হে বৈশাখ এসো এসো’। এ দিন বাসায় সবাই মিলে পান্তাভাত আর ইলিশ মাছ খেতাম- সে এক অদ্ভুত আনন্দ!’’ বলেন এই অভিনেত্রী।
Advertisement
ছোট থেকেই দিনটি উদযাপন করতে পছন্দ করতেন উল্লেখ করে দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা আরো বলেন, ‘আমরা এ দিনে খাওয়া-দাওয়া, সাজাগোজ সব কিছুর উপরই বিশেষ নজর দেই। অনেকে এ দিন পরিবারের সবার সঙ্গে বৈশাখী মেলায় যায়।’
Advertisement
নুসরাত ফারিয়া বরাবরই ফ্যাশান সচেতন। বৈশাখের রয়েছে আলাদা রং, আলাদা ঐতিহ্য। বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে ফ্যাশান হাউসগুলোরও থাকে ভিন্ন ভাবনা। নুসরাত বলেন, ‘পয়লা বৈশাখের ফ্যাশান বলতে আমরা লাল-সাদা শাড়ি বুঝি। আজকাল অবশ্য অনেকেই অনেক ধরনের শাড়ি পরছেন, তবে সবই হয় দেশি শাড়ি।’
Advertisement
প্রতিটি বাঙালির পয়লা বৈশাখ নিয়ে নিজস্ব স্মতি থাকে। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় স্কুলে অনুষ্ঠান করতাম। আর বড় হয়ে এই দিনে টেলিভিশনের কাজে ব্যস্ত থাকতাম। তখন অনেক অনুষ্ঠানে উপস্থাপনাও করতাম। এছাড়া এখন পয়লা বৈশাখে গান, সিনেমা মুক্তি পায়, সেটা নিয়েও একটা অন্যরকম উত্তেজনা থাকে।’