রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা সদস্যসহ নিহত দুই (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের সঙ্গে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে আরসার এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

Advertisement

এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন এপিবিএনের দুই সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়েছে সাদেক (৩১) নামের এক আরসা সদস্যকে ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পরিচালক এএসপি ফারুক আহমেদ।

Advertisement

জানা গেছে, নিহতরা হলেন ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকের নুরুল ইসলামের স্ত্রী নুর হাবা (৫০) ও একই ক্যাম্পের বশির আহমদের ছেলে মোহাম্মদ হাসিম (৩২)। হাসিম আরসার সামরিক শাখার দায়িত্বে ছিলেন।

Advertisement

৮ এপিবিএনের সহকারী পরিচালক এএসপি ফারুক আহমেদ জানান, শুক্রবার দুপুর থেকে ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকের পাহাড়ি এলাকায় আরসার ২০-২৫ জন সন্ত্রাসী অবস্থান করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় এপিবিএন। তারা কয়েকটি টিমে ভাগ হয়ে অভিযান শুরু করলে এপিবিএনের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে আরসা সন্ত্রাসীরা।

Advertisement

এসময় একটি বসতঘরে থাকা রোহিঙ্গা নারী নুর হাবা নিহত হন। এরপর আত্মরক্ষার্থে এপিবিএন গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশির সময় আরসার সামরিক শাখার নেতা মোহাম্মদ হাসিমের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

Advertisement

এপিবিএন কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য সাদেককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।