ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ : হিরো আলম এখন বাংলাদেশের আলোচিত-সমালোচিত একটি নাম। কেউ কেউ তার পক্ষে অবস্থান নিয়েছেন, আবারা কেউ কেউ তাকে কটাক্ষ করছেন। হাজারো সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে সামনের দিকে এগিয়ে চলছেন হিরো আলম।
Advertisement
গত বুধবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর মহানগর প্রজেক্টে তার বাসায় গিয়ে দেখা যায় একটি ইংরেজি বই পড়ছেন। সাথে আরো একটি ইসলাম ও নৈতিক শিক্ষা বই। তাকে পড়ালেখায় সহযোগিতা করছেন আইনুল হক নামের এক ব্যক্তি।
Advertisement
হিরো আলমের কাছে জানতে চান, কেন আপনার মনে হলো এখন পড়ালেখা করতে হবে? জবাবে হিরো আলম বলেন, সত্যি কথা বলতে আমার বাসা উত্তরবঙ্গের বগুড়া।
Advertisement
কথা বলতে গেলে বগুড়া ভাষা থেকেই যায়। বগুড়ার কথা পরিবর্তন করতে অনেকেই বলে। উচ্চারণে সমস্যা আছে, সবাই বলে হিরো আলম সবকিছু পরিবর্তন করতে পারে। নিজেকে আমি পরিবর্তন করার চেষ্টা করছি। দেখি কতদূর পরিবর্তন হতে পারি। আমার কথা নিয়ে যেহেতু এত মানুষের প্রবলেম।
Advertisement
সবাই বলতেছে আপনি লেখা পড়া করেন। আপনি চাইলে উন্মুক্তে পড়তে পারেন। যখন সময় পাবো একটু একটু করে পড়ার চেষ্টা করতেছি। আরো ৮/১০ জন লোকের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারি কিনা। আরো উন্নত কিছু হতে পারি কিনা। একটু কথাবার্তা ও স্টাইলে পরিবর্তন করতে পারলে আমাকে নিয়ে কেউ কথা বলতে পারবে। তাই আমি চেষ্টা করতেছি।
Advertisement
কোর্সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো এখন বলতো। সময় মতো সবাইকে জানাবো।