৩ মাসের শিশুকে অপহরণ করে ভাড়াটিয়া, ৬দিন পর উদ্ধার

SHARE

গ্রেফতারকৃত ৩ অপহরণকারী (লাল চিহ্নিত) ও মায়ের কোলে উদ্ধারকৃত শিশু (ইনসেটে-সবুজ চিহ্নিত)

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুরের জয়দেবপুর প্রতিনিধি,মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ : গাজীপুরের জয়দেবপুর সদর থানাধীন শিরিরচালা এলাকা থেকে অপহরণের ৬ দিন পর অপহৃত শিশু উদ্ধার করেছে জেলা পুলিশ। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার কৃতরা হলেন, নেত্রকোন জেলার বারহাট্রা থানার বাউশি এলাকার আব্দুল গণী মিয়ার মেয়ে আলপনা উরফে রুবিনা। একই জেলার দুর্ঘাপুর থানার হাবিআলী এলাকার আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলাম ও তার সহযোগি আবুল হাসেমের স্ত্রী ফাতেমাকে গ্রেফতার করা হয়।

Advertisement

শনিবার (৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী সফিকুল আলম জানান, গাজীপুরের জয়দেবপুর সদর থানাধীন শিরিরচালা এলাকায় ফিরুজ তার স্ত্রী ও তিন মাসের শিশু ফাতেমাকে নিয়ে ওই এলাকায় বাড়া বাসায় থেকে পোশাক কারখানায় কাজ করতেন।

Advertisement

গত ২ এপ্রিল প্রতিদিনের মতো মেয়েকে শাশুরির কাছে রেখে স্বামী ও স্ত্রী কর্মস্থলে গেলে একই বাড়ির ভাড়াটিয়া আলপনা (রুবি) সুযোগ বুঝে শিশুটিকে অপহরন করে নিয়ে যায়।

Advertisement

পরে শিশুটির পিতা ফিরুজ হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় অপহরণ মামলা দায়ের করলে এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শ্রীপুর থানাধীন মুলাইদ পশ্চিম পাড়া এলাকার সুবেদ আলীর ভাড়াবাসা থেকে শিশুটিকে উদ্ধার ও  অপহরণকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

Advertisement