ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ : আবারো বাড়তি ফি আদায়ের অভিযোগ উঠেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের বিরুদ্ধে। বছরের শুরুতে সর্বোচ্চ ১০ হাজার টাকা সেশন ফি আদায়ের পর, মার্চে আবারও শ্রেণিভেদে সাড়ে ১৩ হাজার টাকা ফি আদায় করেছে প্রতিষ্ঠানটি।
Advertisement
এদিকে বাড়তি টাকা আদায়ের অভিযোগে রাজধানীর আরও নয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক করে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় মন্ত্রণালয়। প্রথম ধাপে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরে এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
মতিঝিল আইডিয়াল স্কুলের ইংরেজী ভার্সনের পঞ্চম শ্রেনীর ‘ই’ ও ‘এফ’ দুই শাখার শিক্ষার্থীদের দুই মাসের ব্যবধানে দুবার ১৩ হাজার ৫০০ টাকা করে মোট মোট ২৭ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।
অভিভাবকরা জানান, বছরের শুরুতেও একবার ১০ হাজার টাকা করে সেশন ফি পরিশোধ করেছিলেন তারা। আবারও কেন একই ফি দিতে হবে সে বিষয়ে ব্যাখ্যা চেয়েও কোন জবাব পাওয়া যায়নি কর্তৃপক্ষের কাছ থেকে।
Advertisement
দুই দফায় টাকা চেয়ে ক্ষুদে বার্তা পাওয়ার কথা জানিয়েছেন বেশিরভাগ অভিভাবক। অভিযোগ করেছেন বেতন বাড়ানো নিয়েও। তবে প্রতিষ্ঠান প্রধান ফাওজিয়া রাশেদীর দাবি, যারা বছরে শুরুতে সেশন চার্জ পরিশোধ করেনি তাদেরই কেবল এই মেসেজ পাঠানো হয়েছে।
Advertisement
কেবল মতিঝিল আইডিয়ালই নয়। বাড়তি ফি আদায়ের অভিযোগ উঠেছে রাজধানীর মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর কারণ দর্শাতে তাদের নোটিশ দিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইংরেজি ভার্সনের জন্য বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা সেশন চার্জ নিতে পারবে। যারা এই নির্দেশনা মানবে না তাদের এমপিও বাতিলসহ নানা পদক্ষেপ নেয়ার কথা ভাবছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)।
Advertisement
রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে অতিরিক্ত টিউশন ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছে।