ছয় মাসের দণ্ড থেকে বাঁচতে ৭ বছর ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ!

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ : মাদকের মামলায় লিটন চৌধুরীর (৪০) ৬ মাসের সাজা হয়েছিল। এরপর থেকে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ৭ বছর জীবিকা নির্বাহ করেছিলেন। ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি তার।

রোববার রাত ১১টার দিকে লিটনকে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পটিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।

লিটন চৌধুরী উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর পুত্র।

Advertisement

পটিয়া থানা পুলিশ জানায়, ২০১৩ সালে গাঁজাসহ চট্টগ্রাম নগরীতে গ্রেফতার হয় পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর পুত্র লিটন চৌধুরী। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন।

Advertisement

এরপর থেকে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে তিনি জীবিকা নির্বাহ করেছেন। গত ৭ বছর ধরে তাকে পুলিশ খুঁজেছে। গোপন সংবাদে পুলিশ তার বিষয়ে জানতে পেরে রোববার রাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে চট্টগ্রাম নগরীতে ঘোরাফেরা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত এ আসামিকে পটিয়া থানার এসআই শহীদ বিশ্বাসের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করেছে। এরপর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Advertisement