মালিতে জরুরি অবস্থা জারি

SHARE

মালির রাজধানী বামাকোতে হোটেল রেডিসন ব্ল এ জঙ্গি হামলার ঘটনায় দেশটিতে ১০ দিনের 7জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বউবাকার কেইটা সরকার স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে। জাতীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে জরুরি অবস্থার এ ঘোষণা দেয়া হয়। তাছাড়া হামলায় নিহতদের স্মরণে দেশটিতে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
এদিকে মালি হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে জড়িত আল-মৌরাবিতউন নামের একটি আফ্রিকান জঙ্গি গোষ্ঠী। এ টুইটে সংগঠনটি এ দায় স্বীকার করে। সাহারা মরুভূমিতে সক্রিয় জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা আল কায়েদার সাবেক যোদ্ধা মোখতার বেলমোখতার। দু’বছর আগে জঙ্গি দলটি গঠন করেন মোখতার।
অন্যদিকে মালির ওই হামলায় সর্বশেষ ২৭ মরদেহ উদ্ধারের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। তাছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে অন্তত দুই হামলাকারী।