ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ : দু’দিন আগেও ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে রাজধানীর অন্যতম তৈরি পোশাকের যে বাজার ছিল জমজমাট আজ সেখানে ধ্বংসস্তুপ আর হাহাকার। নতুন কাপড়ের গন্ধের বদলে সেখানে শুধুই পোড়া গন্ধ। আগুনে শুধু বঙ্গবাজারের চারটি মার্কেটই নয়, পাশের আরও তিনটি মার্কেটেও ছড়িয়েছে। কিন্তু কেমন করে এই দানবীয় আগুনের সূত্রপাত হলো?
Advertisement
এই প্রশ্নের উত্তর জানতে এরিমধ্যে মাঠে নেমেছে বিভিন্ন সংস্থার তদন্ত দল। তবে একাত্তর টিভির অনুমান বঙ্গবাজার কমপ্লেক্সের পূর্ব দিকের আদর্শ মার্কেট থেকেই আগুনের সূত্রপাত। এ সংক্রান্ত একটি ভিডিও এসেছে একাত্তর টেলিভিশনের হাতে এসেছে।
Advertisement
মঙ্গলবার ভোর পাঁটটা ৫০ মিনিটে প্রথম আগুন লাগার বিষয়টি টের পান বঙ্গবাজারে পাশেই থাকা এনেক্সকো টাওয়ারের নিরাপত্তা প্রধান আলমগীর হোসেন। তিনিই আশপাশের সবাইকে ডেকে আগুনের খবর জানান। ফায়ার সার্ভিসে খবর দেয়ার পাশাপাশি মসজিদের মাইকেও আগুনের ঘোষণা দেয়া হয়। সেই ভিডিও বিশ্লেষণ করেছে একাত্তর টিভির এই প্রতিবেদক।
Advertisement
মঙ্গলবার ভোর পাঁচটা ৫০ মিনিট। মাত্রই ভোরের আলো ফুটেছে। তখনই বঙ্গবাজার কমপ্লেক্সের পূর্ব পাশের পুলিশ সদর দপ্তরের ব্যারাক লাগোয়া আদর্শ মার্কেটের দিকে আগুন দেখতে পান এনেক্সকো টাওয়ারের সিকিউরিটি কমান্ডার আলমগীর হোসেন। প্রথমে আগুনটি ছিল মাত্র ১৫ থেকে ২০ ফিটের মধ্যে, কিন্তু প্রতি সেকেন্ডেই এর ব্যপ্তি বাড়তে থাকে।
ওই টাওয়ারের ছাদেই আছে নিরাপত্তা কর্মীদের থাকার ঘর। আলমগীর হোসেনের ডাকাডাকিতে তখন আরও কয়েকজন দৌড়ে আসেন। পাশেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর। ভিডিওতে শোনা যায়, তারা সবাই মিলে চিৎকার করে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানানোর চেষ্টা করে। এদের মধ্যে একজন ফায়ার সার্ভিসকে ফোন করতেও দেখা যায়।
Advertisement
কিন্তু দ্রুতই বাড়তে থাকে আগুনের ভয়াবহতা। পূর্ব থেকে পশ্চিম দিকে ছড়ায় আগুন। কয়েক সেকেন্ড পর নিচ তলার মসজিদের মাইক থেকেও আগুন লাগার ঘোষণা শোনা যায়। ফায়ার সার্ভিসকে খবর দিতে নিচে থাকা বঙ্গবাজারের নিরাপত্তাকর্মী রুহুল আমিনকে ফোন করেন আলমগীর। রুহুল আমিন দ্রুতই ছুটে যান ফায়ার সার্ভিসের।
কিছুক্ষনের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেন শোনা যায়। আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে এসে প্রথমে কোন প্রান্ত দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করবেন তা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন ফায়ারের কর্মীরা। সকাল ছয়টা ২০ মিনিট নাগাদ পুলিশ সদর দপ্তরের পাশের মহানগর শপিং কমপ্লেক্স দিয়ে ঢুকে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন।
Advertisement
শুরুর দিকে এনেক্সকো টাওয়ারের ছাদ থেকে ফায়ার এক্সটিংগুইসার এবং পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন আলমগীর হোসেনরা। কিন্তু আধাঘন্টার মধ্যে পুরো এলাকাই গ্রাস করে নেয় আগুন। প্রাণ বাঁচাতে সবাই তখন ছাদ থেকে নীচে নেমে আসেন।