ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),তথ্য ও প্রযুক্তি প্রতিনিধি,শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ : প্রতিনিয়তই আপডেট হচ্ছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। ফেসবুক ব্যবহারকারীদের একটি বড় অংশ নিউজফিডে স্ক্রল করে ও রিলস দেখে দীর্ঘ সময় কাটিয়ে দেন। এখন থেকে ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড। ফেসবুক থেকে যেভাবে ইন্টারনেটের গতি দেখা যাবে
১. প্রথমে মোবাইলে ফেসবুক অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এ ফিচারটি উপভোগ করতে পারবেন।
২. ফেসবুকে লগ ইন করার পর ওপরে ডান দিকে থ্রি লাইন ডটে (অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী ডিজাইন ভিন্ন হতে পারে) ক্লিক করুন। সেখানে মেনু অপশনে একাধিক অপশন আসবে।
Advertisement
৩. স্ক্রল করে নিচে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
৪. এবার ‘ওয়াইফাই অ্যান্ড মোবাইল পারফরম্যান্স’ অপশনে ক্লিক করুন।
Advertisement
৫. ওই পেজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করুন। সেখানে দেখতে পাবেন বর্তমানে ইন্টারনেটের গতি কেমন।
Advertisement
৬. এ ইন্টারনেট গতিতে কী কী কাজ কেমন করতে পারবেন সেটি জানিয়ে দেবে। যেমন-বর্তমান গতি ছবি ডাউনলোড করার ক্ষেত্রে কেমন হবে, ভিডিও দেখার ক্ষেত্রে কেমন হবে ইত্যাদি।
Advertisement