এরা উচ্চ শিক্ষিত,পৈতৃক বাড়ি থেকে বড় বোনকে বের করে দিল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৫ মার্চ ২০২৩ : আদালত আদেশ দিয়েছে পৈতৃক বাড়ি ভাগাভাগি করার। অথচ আদালতের নাজির ও পুলিশের সহায়তায় সেই বাড়ি থেকে বড় বোনকে বের করে দিয়েছেন ছোট বোন।

Advertisement

জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের রেখে যাওয়া ধানমন্ডির বাড়ি নিয়ে দুই মেয়ের এ বিবাদ। বড় মেয়ে দিনা ইসলামের অভিযোগ, তাকে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছেন ছোট বোন।

 

Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ও জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম ধানমন্ডির সেন্ট্রাল রোডের বাড়িতে বসবাস শুরু করেন স্বাধীনতা যুদ্ধের পর থেকেই।

২০১২ সালে অধ্যাপক নুরুল ইসলাম আর পরের বছর তার স্ত্রী মারা যায়। দুই মেয়ে ও এক ছেলে সবাই উচ্চ শিক্ষিত। বাবা মায়ের মৃত্যুর পর বড় মেয়ে প্রকৌশলী নীনা ইসলাম বাড়ির তৃতীয় তলায় একাই বসবাস করতেন।

Advertisement

বড় ছেলে আহমেদ ইফতেখারুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন। ছোট মেয়ে চিকিৎসক নীনা ইসলাম পরিবার নিয়ে থাকেন এই রাজধানীতে।

বড় মেয়ের অভিযোগ করেছেন, গেলো বৃহস্পতিবার সকালে পুলিশ, আইনজীবী ও তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের নাজিরের সহযোগিতায় বাড়ির তৃতীয় তলা থেকে তাকে জোর করে বের করে দেয়। এ নিয়ে কখনও তাকে কোনো আইনি নোটিশও দেয়া হয়নি।

Advertisement

এ বিষয়ে বাড়ির দখল নিতে আসা ছোট বোন নীনা ইসলামের বক্তব্য জানতে গেলে আদালতের নাজির তার পক্ষে গণমাধ্যমের উপর চড়াও হন। নীনা ইসলাম এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তার আইনজীবী জানায়, সব কিছু আইন ও আদালতের মাধ্যমে হয়েছে। তবে বাড়ির তৃতীয় তলা আদালত ছোট মেয়ে নীনা ইসলামকে দিয়েছে এমন কোনো কাগজ তিনি দেখাতে পারেননি।

Advertisement

বড় মেয়ে দিনা ইসলামের দাবি, পৈত্রিক বাড়ি ভাগ করতে হলে সব ভাইবোনকে সঙ্গে নিয়েই হওয়া উচিত। তার অভিযোগ শুধু তৃতীয় তলা নয়, ছোট বোন পুরো বাড়ি দখলের পায়তারা করছে। এই তৎপরতার বিরুদ্ধে সুবিচারও চেয়েছেন তিনি।