ঈদ সামনে রেখে রাজধানীতে সক্রিয় খড় পার্টি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ : রমজান ও পবিত্র ইদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে সক্রিয় হচ্ছে খড় পার্টি নামে একটি প্রতারক চক্র। চক্রটি নারীদের টার্গেট করে কৌশলে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার হতিয়ে নেয়।

খড় পার্টির প্রতারণার শিকার মরিয়ম রহমান। ছবি: সময় সংবাদ
১৯ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পেছনের গলিতে খড় পার্টির খপ্পরে পড়েন মরিয়ম রহমান নামে এক নারী। অসুস্থ স্বামীর জন্য ওষুধ কিনতে গিয়ে তিনি খড় পার্টির খপ্পরে পড়ে খোয়ান স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা।
Advertisement

ভুক্তভোগী এ নারী সময় সংবাদকে জানান, তার স্বামীর দুটো কিনডিই নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসার জন্য মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করান। স্বামীর জন্য ওষুধ কিনতে গিয়ে তিনি প্রতারকদের খপ্পরে পড়েন। তাদের সঙ্গে কথা বলার পর নিজের ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। নিজেই তাদের হাতে তুলে দেন স্বর্ণালংকারসহ নগদ টাকা।

Advertisement
মরিয়ম রহমান বলেন, ‘আমি কিডনি ফাউন্ডেশন থেকে নেমে ওষুধ কিনতে যাই। তখন একটি ছেলে আমাকে জিজ্ঞাসা করে শিশু হাসপাতালে ৬০ ফুট দিয়ে যাওয়া যায় কি না। প্রথমে আমি কথা বলিনি। পরে আবার জিজ্ঞাসা করায় বলেছি যে হ্যাঁ যাওয়া যায়। এপর আমি ওষুধ কিনে আর মোবাইলে টাকা রিচার্জ করে ফেরার সময় দুটো ছেলে এসে বলে যে, আমাদের হার্ট ফাউন্ডেশনে গরিবদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
Advertisement

 

তখন একটি ছেলে আমাকে জিজ্ঞাসা করে আপু, আপনি কোথায় যাবেন। আমি বলি যে কিডনি ফাউন্ডেশনে যাব। তখন পাশের ছেলেটি বলে যে আপু আপনি যদি আমার সঙ্গে গিয়ে একটু বলে দেন যে আমি গরিব তাহলে আমি সেখান থেকে সাহায্যটা পাব। তখন আমি বলি যে, আমি কেন বলতে যাব। তখন ছেলেটি বলে, গরিব মানুষকে একটু সাহায্য করলে কী এমন ক্ষতি হবে আপনার।

Advertisement

তখন আমি একটু দ্বিধা করতে করতে তাদের সঙ্গে আসি। তখন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পেছনের গলিতে এসে আমার হাতে একটি মোবাইল ও ৫০০ টাকা দিয়ে বলে: আপু এগুলো একটু ধরেন, আমি স্যারের সঙ্গে একটু কথা বলি। তখন দুজন ভেতরে গিয়ে একটু পর ফিরে এসে আমার হাত থেকে মোবাইল আর টাকাটা নিল। তারপর আমাকে বলল আপনি স্যারের সঙ্গে একটু কথা বলেন।
Advertisement

আমি কথা বলতে যাচ্ছিলাম তখন বলে এভাবে গেলে তো হবে না, আপনার কানের দুল গলার চেইন আপনার কাছে খুলে রেখে তারপর যান। তখন আমার কী জানি হলো আমি কানের দুল আর গলার চেইন খোলার পর তারা আমাকে বলে এগুলো আমাদের কাছে দেন। আপনি কথা বলে এসে নিয়ে নিয়েন। আমি তাদের হাতে ব্যাগটা দিয়ে একটু সামনে গিয়ে পেছনে ফিরে দেখি তারা আমার ব্যাগ নিয়ে চলে গেছে।’

চক্রটির মূল টার্গেট হলো নারীরা। কথা বলার অজুহাতে চক্রটির সদস্যরা নারীদের সঙ্গে সখ্য গড়ে তোলে। কথা বলার একপর্যায়ে নিজের ওপর আর নিয়ন্ত্রণ থাকে না টার্গেট নারীর।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. ফারুক হোসেন জানান, এমন একটি চক্র সম্পর্কে বেশ কিছুদিন ধরে থানায় বিভিন্ন অভিযোগ আসছে। চক্রটিতে নারী-পুরুষসহ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বেশ কিছু সদস্য রয়েছে। চক্রটির সদস্যরা চনপাড়া বস্তিতে থাকে। ‍সিসি ফুটেজ দেখে ওই দুই প্রতারককে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের গ্রেফতার করতে পারলে চক্রটির কৌশল সম্পর্কে জানা যাবে।

ঈদ উপলক্ষে চক্রটি সক্রিয় হওয়ার চেষ্টা করছে জানিয়ে ডিএমপির এ পুলিশ কর্মকর্তা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানান তিনি।