ডিসিকে ‘স্যার বলতে বাধ্য করায়’ বেরোবি শিক্ষকের প্রতিবাদ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষককে ‘স্যার ডাকতে বাধ্য করার’ অভিযোগ উঠেছে রংপুরে জেলা প্রশাসক (ডিসি) ড. চিত্রলেখা নাজনীনের বিরুদ্ধে।

Advertisement

এর প্রতিবাদে বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতে লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। এসময় সঙ্গে বসেন তার কন্যাশিশু অক্ষর।

Advertisement

প্ল্যাকার্ডে তিনি লেখেন, রংপুরের জেলা প্রশাসক স্যার ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের স্লোগান দেন।

পরে রাত ৮টার দিকে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন অন্যান্য কর্মকর্তাদের নিয়ে অবস্থান নেয়া উমর ফারুকের সঙ্গে কথা বলতে আসেন। এসময় দুজনের মধ্যে কথা বলাবলি শেষে বিষয়টি আপোষ করেন। এবং রাত পৌনে ৯টার দিকে অবস্থান থেকে উঠে আসেন ওই শিক্ষক।

Advertisement

শিক্ষক উমর ফারুকের অভিযোগ, জেলা প্রশাসককে স্যার সম্বোধন না করায় তিনি ক্ষুব্ধ হন। এসময় বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষক উমর ফারুক জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে একাকী অবস্থান কর্মসূচি শুরু করেন। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ছুটে এসে সেই কর্মসূচিতে অংশ নেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক নিচে নেমে এলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষকও সেখানে উপস্থিত হন।

Advertisement

 

জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, শিক্ষক উমর ফারুককে সরাসরি স্যার ডাকতে বলেননি তিনি। এটা ভুল বোঝাবুঝি। তিনি স্যার ডাকা উচিত কিনা শুধু জিজ্ঞেস করেছেন। এজন্য কেউ কষ্ট পেলে তিনি দুঃখও প্রকাশ করেন।