সিএনএন’কে প্রধানমন্ত্রী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বাংলাদেশ সমর্থন করে না: প্রধানমন্ত্রী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বা যুদ্ধ বাংলাদেশ সমর্থন করে না। তিনি বলেন, বাংলাদেশ মনে করে, যেকোনো সংঘাত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব। যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গণমাধ্যম সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক রিচার্ড কোয়েস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

Advertisement

মার্চের শুরুতেই বাংলাদেশ বিজনেস সামিট উপলক্ষে ঢাকা সফর করেন মার্কিন গণমাধ্যম সিএনএনের বিজনেস মিন্স কোয়েস্ট শো’য়ের জনপ্রিয় উপস্থাপক রিচার্ড কোয়েস্ট। সে সঙ্গে তার অন্যতম উদ্দেশ্য ছিলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেয়া।

Advertisement

সেই সাক্ষাৎকারের প্রথম ভাগ এরইমধ্যে প্রচার করেছে সিএনএন। এই সাক্ষাৎকারে রিচার্ড কোয়েস্টের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। খোলামেলা সেই আলোচনার শুরুতেই শেখ হাসিনার কাছে প্রশ্ন ছিলো রাশিয়া আগ্রাসনের বিপক্ষে বাংলাদেশের অবস্থান নিয়ে।

Advertisement

জবাবে বাংলাদেশের সরকার প্রধান বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। যদি কোনো সংঘাত থাকে, আলোচনার মাধ্যমে প্রতিটি বিষয়ে সমাধান করতে চাই। আমরা কোন ভাবেই আগ্রাসন বা সংঘাতকে সমর্থন করি না। আমাদের পররাষ্ট্র নীতি পরিষ্কার। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমরা এই নীতি অনুসরণ করি। যখন কোথাও মানবাধিকার লঙ্ঘিত হয় বা আগ্রাসন হয়, তখন আমরা বিরোধিতা করি। কিন্তু একটা যুদ্ধ একতরফাভাবে শুরু হয় না। দুই পক্ষেরই দায় থাকে। আমি মনে করি, বিশ্ব নেতাদের আরো এগিয়ে আসা উচিত এই যুদ্ধ বন্ধে। কারণ যুদ্ধের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আসলে সকলের বন্ধু। চীন, ভারত, যুক্তরাষ্ট্র সকলের সাথেই আমাদের সম্পর্ক রয়েছে। যারা আমাদের সহায়তা করবে, উন্নয়নে করবে আমরা তাদেরই সাথে থাকবো। চীন আমাদের উন্নয়ন অংশীদার, তারা বাংলাদেশে বিনিয়োগ করেছে, অবকাঠামো তৈরিতে সহায়তা করছে, এটুকুই…। আমরা কারো উপর নির্ভরশীল নই।

Advertisement

আন্তর্জাতিক ঋণ সহায়তা প্রসঙ্গে শেখ হাসিনা তার সরকারের অবস্থান পরিষ্কার করে বলেন,  আমরা আমাদের ঋণ বা উন্নয়ন বিষয়ে খুবই সতর্ক। যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে সব প্রকল্পে আমাদের লাভ হয়, আমরা সুফল পাই, আমরা সেগুলো বিবেচনা করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিশ্ব ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেই। চীনের সাথে আমাদের ঋণ খুবই কম। এটি শ্রীলঙ্কার মতো নয়। আরেকটি বিষয় হলো, সব সময় আমরা নিজস্ব সম্পদ ব্যবহার করে উন্নয়নের চেষ্টা করি।

সাক্ষাৎকার নেওয়ার এক পর্যায়ে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এবং তাদের দেখাশোনার জন্য বাংলাদেশের সরকার প্রধানকে ধন্যবাদও জানান সিএনএনের প্রতিবেদক রিচার্ড কোয়েস্ট।