১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়া প্রতিনিধি,মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ : বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায় করতোয়া নদীর একাংশে মাটি ভরাট করে নদীর উপর রাস্তা তৈরি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের করা ১০ লাখ টাকা জরিমানা পরিশোধ না করায় টিএমএসএস-এর মালিকানাধীন মম ইন ইকো পার্কের ব্যবস্থাপক জাকিরুল ইসলাম জাকিকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাক আহমেদ জাহাঙ্গীর। তিনি জানান, বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায় করতোয়া নদীর একাংশে মাটি ভরাট করে নদীর উপর রাস্তা তৈরি করার অভিযোগে ঠেঙামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) কে ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফিরোজা পারভীন।

Advertisement

যদি জরিমানা পরিশোধ না করে অনাদায়ে টিএমএসএস-এর সিনিয়র সহকারী পরিচালক নজিবর রহমান তিন মাস কারাভোগ করবেন। পরে টিএমএসএস-এর পক্ষ থেকে জরিমানা পরিশোধ না করে সন্ধ্যার পর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হোসনে আরা অভিযুক্ত জাকিরুল ইসলাম জাকিকে সঙ্গে নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে যাওয়ার পর জরিমানা দিতে অপারগতা প্রকাশ করায় রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত জাকিরুলকে কারাগারে পাঠায়।

 

Advertisement

 

গত শনিবার (১৮ মার্চ) নদী ভরাটের অভিযোগ পেয়ে টিএমএসএস-এর ইকো পার্কে ইউএনও ফিরোজা পারভীন অভিযান চালান। পরে কাগজপত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক হোসনে-আরা বেগম। তিনি দাবি করেন, যে জায়গা ভরাট করা হচ্ছে সেটি তার নিজের জায়গা। এর পরে হোসনে-আরা বেগমের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। টিএমএসএস যদি নদীর জমি ভরাট করে বা নদীর সীমানা অতিক্রম করে তাহলে দুই-পক্ষের সার্ভেয়ার দিয়ে জরিপ করা হবে। এতে অপরাধ প্রমাণ হলে সাজা মেনে নেওয়া হবে, মুচলেকায় লেখেন হোসনে-আরা।

Advertisement