ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাভার প্রতিনিধি,সোমবার, ২০ মার্চ ২০২৩ : আমবাগানে দেশিয় মাছের চাষ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। কৈ, টেংরা, শিং,পুঁটি আর বাইমসহ প্রায় আট প্রজাতির মাছের দেখা মিলছে তার পুকুরে। জানালেন, অস্ত্বিত্ব সংকটে থাকা দেশিয় মাছ টিকিয়ে রাখতে এই উদ্যোগ।
Advertisement
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খবির উদ্দিন বলেন, আমি একটি পুকুর করলাম যেখানে বাচ্চারা মাছ ধরবে। ঐ রকম চিন্তা ভাবনা করে একটা পুকুর করি। যেহেতু আমার বাড়ি গ্রামে তাই আমার ধারণা আছে কখন মাছ বাচ্চা দেয়। আমি চিন্তা করে সিদ্ধান্ত নিলাম এখানে দেশিয় প্রজাতির মাছগুলো চাষ করবো। যেগুলো হারিয়ে যাচ্ছে ঐ দেশিয় প্রজাতির মাছগুলো আমি চাষ করি। এক বছর পর দেখলাম শিং মাছ প্রচুর বাচ্চা দিয়েছে।
Advertisement
তিনি জানান, খৈল, কুড়া, ভুঁসি আর চিটাগুড় দিয়ে খাবার তৈরি করায় এই মাছ সুস্বাদু ও নিরাপদ। দেশে প্রতি বছর আড়াইটনেরও বেশি দেশিয় মাছ পাওয়া যায় বদ্ধ জলাশয় থেকে।