ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, সোমবার, ২০ মার্চ ২০২৩ : গ্রামের মানুষের কাছে ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিলো সম্প্রতি আলোচিত স্বর্ণব্যবসায়ী আরাভ খান। যিনি এক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরোন ইউনিয়নের দরিদ্র রবিউল ইসলাম বা আরাভ খান কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন তা নিয়ে প্রশ্ন তার গ্রামের মানুষেরও।
Advertisement
সম্প্রতি আলোচনায় আসা দুবাইয়ের স্বর্ণব্যবসায়ী রবিউল ইসলাম সোহাগ ওরফে আরাভ খানের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরোন ইউনিয়নের আশুতিয়া গ্রামে।
তারা বাবা মতিয়ার মোল্লা যশোরের নোয়াপাড়ায় ভাংড়ির ব্যবসা করতেন। দেনার দায়ে ছেলেকে পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে। আর নিজে চলে যান বাগেরহাটের মোল্লাহাটে।
Advertisement
এরপর অষ্টম শ্রেণি পর্যন্ত গ্রামে পড়াশুনা করে শহরে যায় আরাভ। এই আরাভই এখন শত শত কোটি টাকার মালিক, যার অর্থের উৎস নিয়ে আছে ধোঁয়াশা।
আরাভের খোঁজ নিতে তার গ্রামের বাড়িতে গেলে ক্যামেরা দেখে লুকিয়ে যান স্বজনরা। তার বাবা-মা সম্প্রতি ছেলের কাছে গেছেন, তাই তাদের দেখা পাওয়া যায়নি।
Advertisement
বাকি স্বজনরা কেউই তাকে নিয়ে কোন কথা বলতে চাননি। শত চেষ্টা করেও ক্যামেরার সামনে বা পেছনে তাদেরকে কথা বলানো যায়নি। ফলে আরাভ নিয়ে তাদের কাছে কিছু জানা যায়নি।
তবে গ্রামের মানুষ জানান, দীর্ঘদিন সে এলাকায় ফেরেনি। কিন্তু গত কয়েক বছর ধরে দলবেঁধে এলাকায় এসে আড্ডা দিতেন।
সোহাগ মোল্লা, হৃদয় শেখ, আপন এসব ভিন্ন ভিন্ন নামে আরাভকে চিনতেন গ্রামের মানুষ। তারা জানেন না কি করে, রবিউল ইসলাম ওরফে আপন এতো টাকা ও বিত্তের মালিক হলেন।
Advertisement
দরিদ্র পরিবারের সন্তান কিভাবে এত টাকার মালিক হলেন সে নিয়ে সবার প্রশ্ন থাকলেও মুখ ফুটে কেউ বলতে চাননি। তবে, তার এই বদলে যাওয়া কারও নজর এড়ায়নি।
গ্রামে প্রচার আরাভের বিয়ের সংখ্যা কমপক্ষে ২০টি। ছয়টির মত বিয়ের বিচার-সালিশে স্থানীয় জনপ্রতিনিধিরা অংশও নিয়েছেন। এক স্ত্রী সুরাইয়া আক্তার কেয়াও হত্যা মামলার আসামি।
ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি ওরফে আপন ওরফে আরাভ খান সম্প্রতি আরব আমিরাতের দুবাইয়ে একটি গয়নার দোকান উদ্বোধন করেছেন।
সেটি উদ্বোধন করতে বাংলাদেশ থেকে উড়ে যান ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেত্রী ফারদিন দীঘি, ইউটিউবার হিরো আলমসহ বিনোদন জগতের আরও কয়েকজন।
আর সেই আয়োজন ঘিরে দেশে শুরু হয় তোলপাড়। ওই অনুষ্ঠানের আগে আগে পুলিশ জানায়, এই আরাভ আর কেউ নন, পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম।
গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানাতে আরাভ বা রবিউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গেছে ৯টি। তবে, মামলার সংখ্যা আরও বেশি।