প্রতারণার মামলায় গৌরনদী উপজেলার ভাইস চেয়ারম্যান কারাগারে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশাল প্রতিনিধি, বুধবার, ১৫ মার্চ ২০২৩ : প্রায় পৌনে তিন কোটি টাকার ভুয়া পে-অর্ডার দেওয়ার অভিযোগে খাদ্য বিভাগের দায়ের করা মামলায় বরিশাল গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

আজ বুধবার ফরহাদ মুন্সী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বিচারক পলি আফরোজ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বেঞ্চ সহকারী রাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ ফেব্রুয়ারি রাতে খাদ্য বিভাগের কারিগরি পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ফরহাদ মুন্সীর বিরুদ্ধে কোতোয়ারী মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলেন অগ্রণী ব্যাংক গৌরনদীর বাটাজোর শাখার সাবেক ব্যবস্থাপক মো. আলী রেজা। ফরহাদ মুন্সীর মালিকানাধীন গৌরনদীর এলাহী এ্যাগ্রো লিমিটেড নামে রাইস মিলটি খাদ্য বিভাগের তালিকাভুক্ত প্রতিষ্ঠান।

Advertisement

তবে মামলা দায়েরের পর ফরহাদ মুন্সী সমকালকে বলেছিলেন, ‘আমি নগদ টাকায় পে-অর্ডার করিয়েছি। পে-অর্ডারে কোনো ঝামেলা হয়ে থাকলে ব্যাংক কর্তৃপক্ষ দায়ী। মামলার অভিযোগ সত্য নয়।’

Advertisement