ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,সোমবার, ১৩ মার্চ ২০২৩ : স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ সোমবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।
Advertisement
বাবুলের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, এ মামলায় ষড়যন্ত্রমূলকভাবে বাবুলকে ফাঁসানো হয়েছে। তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন (৬ জুন) বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুল । ২০২১ সালের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। একই দিন পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুলের শ্বশুর মোশাররফ। এ মামলায় আসামি করা হয় বাবুলসহ আটজনকে।