ক্ষমতায় থাকতে নীল নকশার নির্বাচন চায় সরকার: ফখরুল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ১১ মার্চ ২০২৩ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে। তাই তারা নীল নকশার মাধ্যমে ২০২৪ এ নির্বাচন করতে চায়। কিন্তু বিএনপি হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবেনা।

Advertisement

তার দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নতুন নির্বাচন কমিশন গঠন ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে, নচেৎ নয়।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

Advertisement

এসময় সরকারের দুর্নীতির অভিযোগ এনে এর প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ে ১৮ মার্চ দেশের মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা দেন ফখরুল।

মানবন্ধনে ফখরুল অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনরা নতুন করে গ্রেপ্তারের ভয় দেখানো শুরু করেছে। তারা গ্রেপ্তার, মামলা দিয়ে দেশের মানুষকে দমিয়ে রাখতে চায়। সরকার দেশকে আজ নরকে পরিণত করেছে।

Advertisement

তিনি বলেন, সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণ, চট্টগ্রামে ও সায়েন্স ল্যাবের বিস্ফোরণের ঘটনার দায় সরকারকে নিতে হবে।

দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপসে গেছে মন্তব্য করে তিনি বলেন, অসৎ উদ্দেশে ক্ষমতায় টিকে থাকতে সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করছে। জনগণকে জিজ্ঞেস করলে তারাও বলবে হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবেনা।

বিএনপির আন্দোলনে সরকার উসকানি দিচ্ছে ও তাদের গাত্রদাহ হচ্ছে দাবি করে ফখরুল বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৭৩ দিন সহিংস আন্দোলন করেছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি দেখে সরকারের গায়ে জ্বালা হচ্ছে।

Advertisement

তিনি বলেন, সরকার চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মামলা, গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে।

ফখরুল বলেন, বিএনপি সংঘাতে যেতে চায় না। ১০ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন।

বিএনপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, এর মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।