ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ০৮ মার্চ ২০২৩ : ‘আমার ভাইরে খুঁইজা দেও, আমার ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। ভাই তুমি কই গেলা, দুপুরে খাইয়া গেছিলা’ এভাবে বিলাপ করছিলেন সুমনা আক্তার। গুলিস্তানের সিদ্দিক বাজার রোডের একটি ভবনে বিস্ফোরণে তার ভাই সম্রাট হোসেনের আহত হওয়ার খবর শুনে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন।
Advertisement
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিলাপ করছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন তার বোন নাসিমা আক্তার ও বোনের ছেলে ইউসুফ হোসেন।
Advertisement
সুমনা বলেন, ‘আমার ভাই সম্রাট ওই ভবনের একটি দোকানে কম্পিউটারের কাজ করতেন। দুপুরে ঘরে এসে খেয়ে গিয়েছিল। তারপরে বিকেলে শুনি বিস্ফোরণে সে আহত হয়েছে। তারপরই হাসপাতালে ছুটে আসছি। এখনও ভাইয়ের কোনো খোঁজ পাইনি।’
Advertisement
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় গুলিস্তানের সিদ্দিক বাজার রোডের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
Advertisement
আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় নেওয়া হয়। এছাড়া হাসপাতালে যাওয়ার পরে আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই জন নারী ও ১৪ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।