ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বান্দরবান প্রতিনিধি,মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ : বান্দরবানের কুরুকপাতা-পুয়ামুহুরী সড়ক পাল্টে দিয়েছে আলীকদম উপজেলার চিত্র। ৩৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, বদলে দিয়েছে মানুষের জীবনমানও।
Advertisement
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বেশিরভাগই বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলায়। এক সময় এ সীমান্ত এলাকা ছিল অনেকটাই অরক্ষিত। দুর্গম এলাকা বলে যাতায়াতেও ছিল চরম দুর্ভোগ। উপজেলা সদর থেকে পুয়ামুহুরী যেতে সময় লেগে যেত ২ দিন। এখন তা দেড় ঘণ্টার দূরত্ব মাত্র।
Advertisement
শিক্ষা চিকিৎসাসহ সব কিছু থেকে বঞ্চিত ছিল এলাকাবাসী। ৪৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৭ কিলোমিটার দীর্ঘ আলীকদম-কুরুকপাতা-পুয়ামুহুরী এ সড়কটি পাল্টে দিয়েছে পুরো এলাকার চিত্র। সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পাল্টে গেছে অর্থনীতিও।
Advertisement
সড়কটির বিভিন্ন স্থানে পর্যটকদের জন্য করা হয়েছে আকর্ষণীয় স্থান। ফলে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি সহজ হয়েছে কৃষিপণ্য বাজারজাত, যাতায়াত, শিক্ষা ও চিকিৎসাসেবা। বরাদ্দের ৩৫ কোটি টাকা সাশ্রয় করে নির্ধারিত সময়ের আগেই সড়কটির নির্মাণকাজ শেষ করেছে সেনা প্রকৌশল বিভাগ।
Advertisement
সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধিনস্ত ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ২০১৭ সালে সড়কটির নির্মাণকাজ শুরু করে।