ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),নরসিংদী প্রতিনিধি, শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ : সূর্যের দিকে তাকিয়ে যেন হাসছে সূর্যমুখী। চোখ জুড়াচ্ছে ভূট্টা-বাদামের ক্ষেত। অথচ এগুলো এক সময় ছিল পতিত জমি। সেসব এখন ভরে উঠেছে ফুল-ফল-ফসলে। নরসিংদীর বিভিন্ন জায়গায় দেখা মিলবে এমন চিত্র।
Advertisement
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে পতিত জমি আবাদের উদ্যোগ নিয়েছেন অনেকেই। নরসিংদীর পুলিশ লাইনে চাষ করা হচ্ছে সবজি। গড়ে তোলা হয়েছে গরু-ছাগলের খামার। উৎপাদিত ফসল, দুধ ও মাংস কমিয়েছে খাবারের জন্য সরকারি নির্ধারিত ব্যয়।
শুধু প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদের আহ্বানই জানাননি সরকার প্রধান; নিজেও গণভবনে কৃষি খামার করে গড়েছেন অনন্য নজির। তার আহ্বানেই এমন উদ্যোগ বলে জানালেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
পুলিশ সুপার বলেন, প্রতিদিন প্রায় তিন-সাড়ে তিন হাজার টাকার সবজি আমাদের ভর্তুকি দিতে হতো। সেই ভর্তুকি এখন প্রয়োজন হচ্ছে না। এখান থেকে আমরা এখন যথেষ্ট পরিমাণে সবজি পাচ্ছি। পাশাপাশি আমরা নিজেরা দুধ উৎপাদন করছি এবং নিজেরা তা খেতে পারছি। এতে ৩০ থেকে ৪০ হাজার টাকা সঞ্চয় হচ্ছে। খামার থেকে যে জৈব সার হচ্ছে তা জমিতে ব্যবহার করছি। আমাদের অবশিষ্ট খাবারও গবাদি পশুকে খাওয়াতে পারছি।
Advertisement
নরসিংদীর ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুটমিলের পতিত জমিতেও ফলছে নানা ফসল। সেগুলো সুলভ মূল্যে কিনতে পারছেন কর্মকর্তা-কর্মচারীরা।
ইউএমসি জুট মিল লিমিটেডের প্রকল্প প্রধান মো. মতিউর রহমান মণ্ডল বলেন, এখান থেকে পর্যাপ্ত ফলন পাচ্ছি। আমরা নিজেদের চাহিদা পূরণ করতে পারছি। ৭ থেকে ৮ বিঘা জমি আমরা চাষের আওতায় এনেছি। আমাদের আরও জমি আছে। সেগুলোও চাষের আওতায় আনার চেষ্টা করছি।
নরসিংদী সদর উপজেলা কৃষি অফিসার মহুয়া শারমিন মুনমুন বলেন, নরসিংদীর সদর উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমি পতিত অবস্থায় ছিল। প্রায় ১৩০ হেক্টর জমি আমরা চাষের আওতায় নিয়ে এসেছি।
Advertisement
জেলা প্রশাসক আবু নইম মোহামদ মারুফ খান জানান, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনার প্রথমটিই ছিল প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদ। সেভাবেই প্রত্যেক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সরকারি যে বিভাগগুলো আছে, তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন তাদের অফিস বা সরকারি বাসভবনের পতিত জায়গা কৃষিকাজে ব্যবহার করেন।
নরসিংদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতিত জমিতেও চাষাবাদের উদ্যোগ নেয়া হচ্ছে।