গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৬ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার, ০১ মার্চ ২০২৩ : স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে লারিসা শহরে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

রয়টার্স জানায়, যাত্রীবাহী একটি ট্রেন গ্রিসের রাজধানী এথেন্স থেকে যাচ্ছিল উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে। বিপরীত দিক থেসালোনিকি থেকে আরেকটি মালবাহী ট্রেন আসছিল লারিসার দিকে। যাত্রাপথে লারিসায় দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮৫ জন।
Advertisement

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

Advertisement