সাড়ে ৩ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরগুনা তালতলী প্রতিনিধি, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ : বরগুনা তালতলীতে সাড়ে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার সন্ধ্যায় উপজেলার সোনাকাটা সংলগ্ন ফাতরার বন থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাত ৮টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, তক্ষকটি ১৩ ইঞ্চি লম্বা ও ওজনে ২০১ গ্রাম, যার বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।

Advertisement

কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, নিয়মিত টহল পরিচালনা সময়ে ফাতরার বনে একজন ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ডাক দিলে সে ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়। এরপর তক্ষকটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি। বন বিভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে গভীর বনাঞ্চলে তক্ষকটি অবমুক্ত করা হয়েছে।

Advertisement

বন বিভাগের ছকিনা বিটের অফিসার মোসাররফ হোসেন বলেন কোস্টগার্ড তক্ষক উদ্ধার করে আমাদের নিকট দিলে ইউএনওকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।

ইউএনও সিফাত আনোয়ার টুম্পা বলেন কোস্টগার্ড তক্ষক উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করলে রাতে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।