ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার জার্মানরা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ : যুদ্ধ অবসানে ইউক্রেনকে অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন লাখো জার্মান নাগরিক। শান্তি আলোচনা শুরুর দাবিতে শনিবার বার্লিন ও প্রাগে বিপুল সংখ্যক মানুষ সমাবেশ করেছেন। এদিকে, যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে ১০ম বারের মতো নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব।

Advertisement

একদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি আলোচনা শুরু করতে নানা উদ্যোগ নিচ্ছে চীন ও জাতিসংঘ, অন্যদিকে ইউক্রেনকে সরাসরি সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন। এর ফলে যুদ্ধ প্রলম্বিত হচ্ছে, বাড়ছে মানুষের দুর্ভোগ।

এ নিয়ে ক্ষোভ দানা বাঁধছে ইউক্রেনের মিত্র জার্মানির ভেতরেই। যুদ্ধ অবসানে ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ করতে, সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইশতেহার সই করেছেন ৫ লাখের বেশি মানুষ। তবে রুশ আগ্রাসন থেকে ইউক্রেনের ভূখণ্ড রক্ষার অধিকারকে খাটো করে দেখায় এটি সমালোচিত হয়েছে।

Advertisement

যুদ্ধ বন্ধের দাবিতে শনিবার রাজধানী বার্লিনে বিপুল মানুষ সমাবেশ করেন। পুলিশ এ সংখ্যা ১০ হাজার বলে জানালেও, আয়োজকরা জানান সমাবেশে যোগ দেন অন্তত ৫০ হাজার মানুষ। সমাবেশের অন্যতম আয়োজক আইনপ্রণেতা এবং ডাই লিঙ্কে পার্টির সাবেক নেতা সাহরা ওয়াগনেখ্ট এবং নারীবাদী লেখক অ্যালিস শোয়ার্জার জানান– কোনোভাবেই আর এ যুদ্ধ চলতে দেওয়া উচিত না।

যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগেও। এতে অংশ নেন চেক প্রজাতন্ত্রে আশ্রয় নেয়া অনেক ইউক্রেনীয়। বিক্ষোভকারীরা বলেন, ইউক্রেনীয়রা যুদ্ধ বন্ধ করলে দেশটির অস্তিত্ব থাকবে না। কেবল রাশিয়া যুদ্ধ বন্ধ করলেই এর অবসান ঘটবে।

এ পরিস্থিতির মধ্যেই রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত এক বছরে ১০ম এই নিষেধাজ্ঞায় রাশিয়ায় ১১ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের উন্নত প্রযুক্তি ও শিল্পপণ্য রপ্তানি নিষিদ্ধ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে, আরও নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement