রাজধানীতে বসছে গরু-ছাগলের মেলা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ : প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে শনিবার থেকে দুই দিনব্যাপী গরু-মহিষ, ছাগল-ভেড়াসহ অন্যান্য পশু-পাখির মেলা শুরু হচ্ছে।

Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে ঢাকাসহ সারাদেশে থাকবে সপ্তাহব্যাপী নানা আয়োজন।
রাজধানীতে প্রদর্শনীর ব্যবস্থাপনায় আছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সহযোগিতায় থাকছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

বিডিএফএ জানিয়েছে, দেশের সবচেয়ে বড় এই প্রদর্শনী দর্শনার্থীরা বিনামূল্যে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দেখতে পারবেন। দেশের বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, দুম্বা, ঘোড়া, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগীসহ গৃহপালিত নানা ধরনের প্রাণীর দেখা মিলবে প্রদর্শনীতে। সেখানে বরাবরের মতোই দেশের সবচেয়ে সুন্দর ও বড় সাইজের গরু-মহিষ, ছাগল-ভেড়ার র‌্যাম্প শো থাকছে দর্শনার্থীদের জন্য।

Advertisement

এছাড়া প্রদর্শনী চত্বরে থাকছে নানা রকম সুস্বাদু মাংস এবং দুগ্ধজাত পণ্য ও খাবার।

শনিবার সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সোমবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি।

আগামী ১ মার্চ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন এ খাতের সংশ্লিষ্টরা।

Advertisement

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি মো. ইমরান হোসেন জানান, সারাদেশের গরু, ছাগল, মহিষ, হাস-মুরগী এবং পোষাপ্রাণীর ২৫০ জন বড় খামারি প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। ৩০০টি স্টলে খামারিরা খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের ষাড় গরু প্রদর্শন করবেন।