বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে নতুন ভাবে দল সাজানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রাজধানীর বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ গেইটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সমাবেশ তিনি এ আহ্বান জানান।
হানিফ বলেন, বিএনপির যারা স্বাধীনতায় বিশ্বাস করেন তাদেরকে বলবো অবিলম্বে পাকিস্তানি দালাল খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে দলকে নতুন ভাবে সাজান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটুক্তি করে খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি মনে প্রাণে পাকিস্তানি। তাই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তার থাকতে পারে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ৫ জানুয়ারি নির্বাচন হয়েছিলো বলেই আজ দেশের অগ্রযাত্রা অব্যহত রয়েছে। আর এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন, কৃষিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য হাজী সেলিম।
এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা কর্মীরাও উপস্থিত রয়েছেন।