সুন্দরবন থেকে ডাকাত বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৪ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বাগেরহাটে প্রতিনিধি,মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ : সুন্দরবন থেকে ডাকাত বাহিনীর প্রধানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার কে এম আরিফুল হক।

Advertisement

গ্রেফতারদের মধ্যে রয়েছেন রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গার বাসিন্দা মৃত আহাদ আলীর ছেলে মো. ফজলু শেখ (৪২), শিকিরডাঙ্গা এলাকার মো. মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালী মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০) ও জিগিরমোল্লা এলাকার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)। এদের মধ্যে ফজলু শেখ ও মজনু শেখ আত্মসমর্পণ করা দস্যু।

গ্রেফতারের সময়ে তাদের থেকে একটি কাঠের পুরাতন ডিঙি নৌকা, একটি দেশীয় একনলা বন্দুক, দেশীয় একটি ওয়ান শ্যুটার গান, সাতটি সিসার কার্তুজ, দুটি কাঠের বাটসহ রামদা, দুটি লোহার হাতুড়ি, লোহার পাইপ, চার টর্চ লাইটসহ বিভিন্ন সাইজের গাছের ডাল জব্দ করা হয়।

Advertisement

পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘ডাকাত দলের প্রধান মো. ফজলু শেখ দস্যুতা ছেড়ে সরকারের আহ্বানে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু আবারও তিনি সুন্দরবনে দস্যুতা শুরু করেন। তার বাহিনীতে পাঁচজন সদস্য ছিল। চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্যজনকেও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত। গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা হয়েছে।’

Advertisement

গ্রেফতার হওয়ারা বরগুনার জেলে অপহরণের সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, ‘বিষয়টি এখনো স্পষ্ট নয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া আদালতের কাছে রিমান্ডের আবেদন করা হবে।’