ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি).ঢাকা প্রতিনিধি, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ : রাজধানীর ফুটপাতে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। ফুটপাত দখল করে হকারদের কেনাবেচা নতুন নয়। এবার এর সঙ্গে যোগ হয়েছে কাঁচাবাজার। শুধু তাই না, ফুটপাতের ওপরে আছে ট্রাফিক পুলিশের বক্স, রয়েছে রাজনৈতিক নেতার ভাতের হোটেলও।
তথ্যমতে, ধানমন্ডি সাত নম্বর রোডে ফুটপাথের ওপর প্রতিদিন সকালে কাঁচাবাজার বসে। অথচ, জিগাতলা থেকে মোহাম্মদপুর সাত মসজিদের ব্যস্ত এই সড়কের পাশে রয়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অফিস। ফলে প্রতি কর্মদিবসে যানবাহনের চাপ থাকে এই এলাকায়। কিন্তু অফিস শুরুর সময়ে ফুটপাতের এই বাজার পথচারী চলাচলে বাধার পাশাপাশি রাস্তায় বাড়াচ্ছে যানজট।
Advertisement
শুধু সবজি বিক্রেতারাই নন, ফুটপাতের ওপর রীতিমতো ভাতের হোটেল খুলেছেন স্থানীয় এক যুবলীগ নেতা। আর অনিয়ম বন্ধের দায়িত্ব যাদের সেই পুলিশ বক্সও ফুটপাতের ওপরে।
ফুটপাত থেকে বাজার অপসারণ করে এই ওয়ার্ডে দ্রুত স্থায়ী বাজারের জায়গা নির্ধারণের দাবি এলাকাবাসীর। স্থানীয় জনপ্রতিনিধি ডিএসসিসির ১৫নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলাও জানান, বিকল্প জায়গা না থাকায় বারবার উচ্ছেদ করেও ফল পাওয়া যাচ্ছে না।
Advertisement
তিনি বলেন, ধানমন্ডিবাসীর বাজার করতে মোহাম্মদপুর ও নিউমার্কেট যেতে হয়। তাদেরও দীর্ঘদিনের দাবি, ফুটপাতে নয়, নির্দিষ্ট একটা জায়গায় বাজার স্থাপন করা। আশা করছি, খুব শিগগিরই নির্দিষ্ট একটা জায়গায় স্থায়ী বাজারের ব্যবস্থা করে দেওয়া হবে।
Advertisement
দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর ফুটপাথগুলোকে কয়েকটি জোনে ভাগ করে স্থায়ী ও অস্থায়ী বাজার বাসানোর পরিকল্পনা নিয়েছে। যা এখন সার্ভে পর্যায়ে রয়েছে।