ইবিতে সকালে নিয়োগ বোর্ড স্থগিত, বিকেলে নতুন অডিও ফাঁস

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ : শিক্ষক নিয়োগ নিয়ে দৃশ্যত উপাচার্যের কথোপকথনের একের পর এক অডিও ফাঁসের জেরে তিনটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্তের পর নতুন করে আবারও অডিও ফাঁস হয়েছে। এসব কথোপকথনে অনিয়ম-দুর্নীতির চিত্র উঠে এসেছে বলে নিয়োগপ্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতারাই অভিযোগ করেছেন।

Advertisement

গত চার দিনে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ কয়েকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ, তাঁকে সাবেক ছাত্রলীগ নেতাদের অবাঞ্ছিত ঘোষণা, জিডি করাসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যেই রোববার ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তিনটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারির মেডিকেল অফিসার, ২২ ফেব্রুয়ারির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ‘প্রভাষক’ এবং একই দিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘সহকারী অধ্যাপক’ পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হলো। পরবর্তী সময়ে বোর্ড বসার তারিখ জানিয়ে দেওয়া হবে।

Advertisement


এ ঘোষণার পর রোববার বিকেলে আবারও একটি অডিও ক্লিপ একটি ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়েছে। ১ মিনিট ৪ সেকেন্ডের এই ক্লিপটিতে উপাচার্যকে কোনো এক ব্যক্তিকে একটি চেক নিয়ে আসতে বলতে শোনা যায়।
এদিকে শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসে ফিরেছেন উপাচার্য। ফিরেই তিনি উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান ও প্রক্টর অধ্যাপক শাহাদাত হোসেন আজাদের সঙ্গে একান্ত বৈঠক করেন। রোববার শিক্ষক নেতা এবং ইবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।
পরে উপাচার্য সাংবাদিককের বলেন, ‘যেটুকু সময় থাকব মাথা উঁচু করে থাকতে চাই। কখনও অন্যায়ের সঙ্গে আপস করব না। কোনো রকম দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’