পুলিশ পরিচয়ে পণ্যসহ ট্রাক ছিনতাই (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ : পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রাম থেকে পণ্যসহ একটি ট্রাক ছিনতাই হয়েছে। বুধবার গভীর রাতে চরমিরকামারী গ্রামের গাংমাথাল গোরস্তান-সংলগ্ন সরদার এন্টারপ্রাইজ নামের একটি হলুদ প্রক্রিয়াকরণ কারখানায় এ ঘটনা ঘটে।

Advertisement

প্রতিষ্ঠানের নৈশপ্রহরী সিরাজুল ইসলাম মালিথা বলেন, ঘটনার দিন রাত ১টার দিকে চারজন ব্যক্তি একটি প্রাইভেটকারে কারখানার গেটের সামনে এসে পুলিশ পরিচয় দিয়ে বলে এ ট্রাকে অবৈধ নেশা জাতীয় মালপত্র রয়েছে। এ গাড়ি থানায় নিয়ে যেতে হবে। এ সময় দ্রুত প্রতিষ্ঠানের দুই নৈশপ্রহরীর চোখ-মুখ বেঁধে ওই ট্রাকে তুলে নিয়ে নেয় তারা। পরে নৈশপ্রহরীদের পাবনা রেলস্টেশন-সংলগ্ন বুশরা ফার্মেসির সামনে ফেলে রেখে তারা ট্রাক নিয়ে পালিয়ে যায়।

Advertisement

কারখানা মালিকদের একজন আব্দুল গাফ্‌ফার সরদার বলেন, নিজস্ব একটি ট্রাকে প্রায় ১১ টন হলুদ একটি প্রতিষ্ঠানে সরবরাহের জন্য ট্রাক লোড করে রাখা হয়েছিল। বুধবার রাত ১টার দিকে প্রাইভেটকারে কয়েকজন লোক এসে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নৈশপ্রহরীদের গেট খুলতে বাধ্য করে। পরে নৈশপ্রহরীরা গেট খুলে দিলে তাঁদের মুখ, হাত-পা বেঁধে ট্রাকে তুলে ছিনতাইকারীরা ট্রাকসহ নিয়ে যায়। ছিনতাইকৃত ট্রাকে প্রায় ২৪ লাখ টাকার হলুদ ছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন আব্দুল গাফ্‌ফার সরদার।

Advertisement

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।