হোটেলে গোপন ক্যামেরা রয়েছে কি না বুঝবেন যেভাবে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ : ভালোবাসা দিবসে দুজনে হোটেলে সময় কাটাতে চান? কিন্তু ভয় হয় যদি গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে যায় ঘনিষ্ঠ মুহূর্ত! তবে কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে সহজেই বুঝতে পারবেন হোটেল কক্ষে গোপন ক্যামেরা রয়েছে কি না।

বসন্ত ও ভালোবাসা দিবসের রঙিন উদ্‌যাপনে মাতোয়ারা উৎসবপ্রেমীরা। প্রিয়জনকে সঙ্গী করে অনেকেই বেরিয়ে পড়ছেন ঘরের বাইরে। এমন বিশেষ দিনে সঙ্গীর সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে অনেকেই চলে যান হোটেলে।

Advertisement

কিন্তু হোটেলের কক্ষে লাগানো গোপন ক্যামেরা। আর তাতেই উঠে যাচ্ছে গোপন মুহূর্তের ছবি। বারবার ঘটেছে এমন ঘটনা। তবে সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে গিয়ে এমন সমস্যার সম্মুখীন হতে চান না কেউ। এ সমস্যা থেকে বাঁচতে কী করবেন?

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন এমন কিছু পদ্ধতির কথা বলা হয়েছে, যে পদ্ধতিগুলো অনুসরণ করলে সহজেই বুঝতে পারবেন, হোটেলের কক্ষে গোপন ক্যামেরা লাগানো আছে কি না। চলুন জেনে নেয়া যাক-

কিছু বিশেষ আসবাব পরিদর্শন
হোটেলের কক্ষে প্রবেশের পরেই পরীক্ষা করে নিন কিছু বিশেষ আসবাব। বিশেষ করে খেয়াল রাখুন, কোনো আসবাব বা ঘর সাজানোর অন্যান্য সামগ্রী অস্বাভাবিক স্থানে রাখা আছে কি না। আসবাব কিংবা দরজার হাতল, অদ্ভুতভাবে লাগানো, ছবির ফ্রেম, ল্যাম্পশেড, দেওয়াল ঘড়ি ইত্যাদির মধ্যে লুকানো থাকতে পারে ক্যামেরা। ঘরে ঢুকে একবার পুরো বিষয়টি পরীক্ষা করে নিন।

Advertisement

গুরুত্বপূর্ণ ৩টি স্থানে নজর
যে কোনো ক্যামেরা কাজ করার জন্য মূলত তিনটি জিনিসের প্রয়োজন। দৃশ্যমানতা, বিদ্যুতের উৎস ও যোগাযোগের নেটওয়ার্ক। তাই সুইচ বোর্ডের কাছাকাছি স্থান, বাল্ব লাগানোর ফাঁকা জায়গা, টেলিভিশন— এ সবই গোপন ক্যামেরা লুকানোর প্রচলিত জায়গা।

অন্ধকারে ফ্লাশ লাইট
ক্যামেরা খুঁজে পেতে ভরসার জায়গাও হয়ে উঠতে পারে প্রযুক্তি। ঘরে গোপন ক্যামেরা খুঁজে পাওয়ার একটি সহজ উপায় হলো অন্ধকারে ফ্লাশ লাইট ফেলা। ক্যামেরা যতই ক্ষুদ্র হোক, তাতে লেন্স থাকবেই। আর উজ্জ্বল আলো লেন্সে পড়লে তার থেকে নীল প্রতিবিম্ব তৈরি হয়।

অ্যাপস
গোপন ক্যামেরা খুঁজে বের করার বিভিন্ন অ্যাপও রয়েছে। ক্যামেরার নেটওয়ার্ককে চিহ্নিত করে এই ধরনের অ্যাপ।

Advertisement

ওয়াশরুম
ক্যামেরা লুকানোর একটি প্রচলিত স্থান হলো ওয়াশরুম। অস্বাভাবিকভাবে ঘুরিয়ে রাখা শাওয়ারের মুখ কিংবা আয়নার পেছনে থাকতে পারে গোপন ক্যামেরা। আয়না আসল না দ্বিমুখী, তা বোঝার একটি সহজ উপায় রয়েছে। আয়নার ওপর আঙুল লাগিয়ে দেখুন। যদি আঙুলের মাথা ও আয়নার প্রতিবিম্বয়ের মধ্যে কোনো ফাঁক না থাকে, তাহলে বুঝতে হবে আয়না নকল।