ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ : প্রথমবারের মতো মহাকাশে নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব। চলতি বছরের শেষের দিকে একজন পুরুষ ও একজন নারী নভোচারীকে মহাকাশ মিশনে পাঠাবে দেশটি।
Advertisement
সৌদি প্রেস এজেন্সি জানায়, চলতি বছরের (২০২৩) দ্বিতীয় ত্রৈমাসিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মিশনে সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনির সঙ্গে যোগ দেবেন ওই নারী নভোচারী রায়ানাহ বার্নাবি। ‘এএক্স-২ স্পেস মিশনে’ ক্রু হিসেবে যোগ দেবেন তিনি। তাদের মহাকাশ ফ্লাইটটি যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হবে।
সংযুক্ত আরব আমিরাতের পর সৌদি আরবই মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে মহাকাশে নভোচারী পাঠাচ্ছে। আরব দেশগুলোর মধ্যে ২০১৯ সালে প্রথমবারের মতো মহাকাশে যান আমিরাতের হাজা আল-মানসুরি। সে সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আট দিন ছিলেন তিনি।
Advertisement
চলতি মাসেই মহাকাশে যাবেন সুলতান আল-নেয়াদি নামের আরেক আমিরাতি। নেয়াদিকে (৪১) ডাকা হচ্ছে ‘মহাকাশের সুলতান’ হিসেবে। স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটে ছয় মাসের জন্য আইএসএসের উদ্দেশ্যে রওনা করবেন তিনি।
উপসাগরীয় অঞ্চলের রাজতান্ত্রিক দেশগুলোর অর্থনীতি মূলত তেলনির্ভর। তবে সেই তেল নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছে তারা। সংস্কারের মাধ্যমে নিজেদের রক্ষণশীল ভাবমূর্তি বদলাতে চাইছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও সে চেষ্টা করে যাচ্ছেন।
Advertisement
২০১৭ সালে সালমান ক্ষমতায় আসার পর থেকে সৌদি আরবে নারীরা গাড়ি চালানোর পাশাপাশি পুরুষ অভিভাবক ছাড়া বিদেশভ্রমণের অনুমতি পায়। ২০১৬ সালের পর থেকে কর্মক্ষেত্রে দেশটিতে নারীদের অংশগ্রহণ দ্বিগুণের বেশি বেড়ে ১৭ শতাংশ থেকে ৩৭ শতাংশ হয়েছে।
এর আগেও সৌদি নাগরিকের মহাকাশে যাওয়ার সুযোগ হয়েছে । ১৯৮৫ সালে যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ প্রথম আরব মুসলিম হিসেবে মহাকাশে যান। তবে সেটি ছিল যুক্তরাষ্ট্রের একটি মিশন।