‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, টাকা ও স্বর্ণালঙ্কার খোয়ালেন ৩ নারী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মানিকগঞ্জের সিংগাই প্রতিনিধি, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ : মানিকগঞ্জের সিংগাইরে কথিত জিনের বাদশার প্রতারণার ফাঁদে পড়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হারিয়েছেন ৩ নারী।

Advertisement

স্বর্ণের মূর্তি পাইয়ে দেওয়ার কথা বলে সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামের ৩ বাসিন্দার কাছ থেকে এসব অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।

ভুক্তভোগীরা হলেন, ওই গ্রামের নুরজাহান (২৪), তার কিশোরী মামাতো বোন  এবং খালা সুফিয়া বেগম (৫০)।

প্রতারণার শিকার নূরজাহান জানান, গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে হঠাৎ তার মামাতো বোন পায়েলের কাছে প্রথম ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন সুরা ও ইসলামিক কথা বলে তার মন দুর্বল করে ফেলে। তারপর কথিত ওই জিনের বাদশা জানায়, ‘নীলটেক ব্রিজের উত্তর পাশে একটি স্বর্ণের মূর্তি আছে। সেটা সংগ্রহ করো।’

Advertisement

পায়েল মূর্তিটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসে। একইভাবে পরে তার কাছ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নেয়।

নূরজাহান আরও জানান, একইভাবে তার খালা সুফিয়া বেগমেরও ৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে জিনের বাদশা পরিচয় দেওয়া প্রতারক। জিনের বাদশার নির্দেশমতো পায়েল আক্তারের সংগ্রহ করা মূর্তিটি সীসার তৈরি। ওপরে স্বর্ণের মতো রং দেওয়া।

Advertisement

এ ব্যাপারে নূরজাহান বেগম বাদী হয়ে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক দ্য ডেইলি স্টারকে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।