ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ধামরাইয় প্রতিনিধি,রোববার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ ; ধামরাইয়ের বিএনপির পদযাত্রা কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আওয়ামী লীগ নেতার লোকজনের রোষের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম শামীম খান। তিনি জাতীয় দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি।
পরিবারের অভিযোগ, ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মোল্লার লোকজন তাকে কুপিয়ে আহত করেছে।
আহত সাংবাদিক শামীম খানের ছেলে ইমরান বলেন, বাবা বিএনপির পদযাত্রা কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে যায়। এক পর্যায়ে ওই ইউনিয়ন চেয়ারম্যান কাদের মোল্লা ও তার অনুসারীরাও বিএনপির কর্মসূচি বাধা দেয়। এসময় তারা সেখানে বাবাকে দেখে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
হামলার কারণ সম্পর্কে তিনি জানান, বাবা দৈনিক যুগান্তরে ইউনিয়ন চেয়ারম্যান কাদের মোল্লার দুর্নীতির বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করেছিলেন। এতেই তারা ক্ষুব্ধ ছিলেন।
এ ব্যাপারে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দুই সাংবাদিক লাঞ্ছিত করলো আ. লীগ নেতা নির্দেশে
নওগাঁ: সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে দুই সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) নওগাঁর সাপাহার উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত দুই সাংবাদিক হলো- চ্যানেল আইয়ের প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দীন এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের রায়হান আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় ক্রয়সূত্রে পাওয়া ৪ শতক জমিতে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি ১৯৮৪ সালে বিপণি বিতান গড়ে তুলে। যা গিয়াস মার্কেট নামে পরিচিত। পরে গিয়াস মারা যাওয়ার পর তার ওয়ারিশরা দীর্ঘদিন ধরে ওই মার্কেট ভাড়া দিয়ে ভোগদখল করে আসছিলেন। সোমবার (৮ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলীর নেতৃত্বে কিছু লোকজন ওই বিপণি বিতানের ভাড়াটিয়াদের বের করে দিয়ে তালা দিয়ে দখলে নেন।
এ ঘটনায় মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম নওগাঁর সাপাহার সহকারী সিনিয়র জজ আদালতে মামলা করেন।
পরে অভিযোগের সূত্রে ধরে বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই দুই সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে ৭-৮ জন লোক দুই সাংবাদিককে লাঞ্ছিত করে। লাঞ্ছিতরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পক্ষের লোকজন বলে জানা গেছে।
এ বিষয়ে সাংবাদিক কায়েস উদ্দীন বলেন, আওয়ামী লীগ নেতা শাহাজাহান আলীর নির্দেশে আমাদের লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় আমরা আইনের আশ্রয় নেব।
তবে হামলার বিষয়ে আওয়ামী লীগ নেতা শাহাজাহান আলী বলেন, এ ঘটনায় আমার কোনো হাত নেয়। সাংবাদিকের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। বিপণি বিতান দখলের বিষয়ে বিরোধীপক্ষ আমার বিরুদ্ধে মামলা করেছেন। আমি আদালতেই এর জবাব দেব।
সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ্ বলেন, সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনা তদন্ত করে প্রকৃত হামালাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।