ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি , বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ : গোয়েন্দা বেলুনকাণ্ড নিয়ে ওয়াশিংটন-বেইজিং উত্তেজনার মধ্যেই এবার যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে যৌথ বিমান মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
Advertisement
আকাশপথে চীনা হুমকির বিরুদ্ধে নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্যই এই মহড়া, বলছে মার্কিন বিমান বাহিনী। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করাও এই মহড়ার উদ্দেশ্য বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে বেলুনকাণ্ডের পরও যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন আকাশসীমায় চীনা গোয়েন্দা বেলুন ঢুকে পড়ার ঘটনার উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাজ্য-অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে যৌথ বিমান মহড়া চালালো যুক্তরাষ্ট্র। বুধবার (০৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্য ও এর আশপাশের অঞ্চলের আকাশে এই মহড়া চালানো হয়।
Advertisement
তিন সপ্তাহব্যাপী এ মহড়ায় অংশ নেয় যুক্তরাজ্যের কেসি-টু ভয়েজার রিফুয়েলিং ট্যাংকার উড়োজাহাজ এবং ৩ দেশের অত্যাধুনিক সব যুদ্ধবিমান। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে শত্রুর যুদ্ধ বিমানের হামলা মোকাবিলায় নানা কৌশলে যাচাই করে দেখা হয় মহড়ায়।
মার্কিন বিমান বাহিনীর ৪১৪ কমব্যাট ট্রেনিং স্কোয়াড্রনের কর্নেল জারড জে হাচিনসন বেইজিংয়ের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আকাশপথে চীনা হুমকি মোকাবিলা করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্যই এ মহড়া চালানো হয়েছে বলে জানান হাচিনসন।
কর্নেল হাচিনসন বলেন, চীনের হুমকিকে প্রাধান্য দিয়েই আজকের মহড়া পরিচালিত হয়েছে। তবে এর সঙ্গে রাজনৈতিক কোনো ইস্যু জড়িত নেই। ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলাই আমাদের লক্ষ্য।
Advertisement
তবে ৩ দেশ আকাশপথে যৌথ মহড়া চালালেও বেলুনকাণ্ডে বেইজিং-যুক্তরাষ্ট্র সম্পর্কে উল্লেখযোগ্য কোন পরিবর্তন আসবেনা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (০৮ ফেব্রুয়ারি) স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আকাশের বেলুন প্রবেশের ঘটনার আগে ওয়াশিংটন-বেইজিং যেভাবে বিভিন্ন ইস্যুতে প্রতিদ্বন্দ্বিতা করতো ভবিষ্যতেও ২ দেশের আচরণ তেমনটাই থাকবে।