পাশে এগিয়ে মেয়েরা, ছেলেদের মনোযোগী হওয়ার পরামর্শ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ : ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে যারা পাশ করতে পারেনি তাদের মন খারাপ না করে আগামীবার ভালো করে উদ্যোগ নেওয়ারও পরামর্শ দিয়েছে তিনি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Advertisement

এর আগে সকালে গণভবনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেখলাম পাসের হারে মেয়েদের সংখ্যা বেশি। তার মানে, ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার।

শেখ হাসিনা বলেন, আমরা নিয়ম করেছিলাম পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে দিতে হবে। এবার আপনারা ৬০ দিনের আগেই দিয়েছেন। তাই সবাইকে আন্তরিক ধন্যবাদ।

Advertisement

সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে বহুমূখীকরণ করা হয়েছে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা হচ্ছে।

মাদরাসা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, টেকনিক্যাল দিকেও যাতে মাদরাসার শিক্ষার্থীরা অংশ নিতে পারে সেদিকেও দৃষ্টি রাখা হয়েছে। সার্বজনীন শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছে সরকার।

এসময় শিক্ষার্থীদের ভোকেশনাল ট্রেনিং, ডিজিটাল ট্রেনিংয়ের প্রতি আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাহলে কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে, কর্মক্ষেত্র প্রসারিত হবে।

Advertisement

শেখ হাসিনা বলেন, করোনায় বাধাগ্রস্ত হলেও ডিজিটাল প্রযুক্তির কল্যাণে পড়ালেখা চালিয়ে নেওয়া গেছে।

এসময় শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সচিব ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।